থ্যালাসীমিয়া একটি বংশগত রক্ত স্বল্পতার রোগ। মা বাবা উভয়ে এ রোগের জীন বহন করলে তাদের বাচ্চাদের মধ্যে এ রোগ হওয়ার সম্ভাবনা থাকে। স্বাভাবিক নিয়মে রক্তের লোহিত কনিকাগুলো ১২০ দিন বেঁচে থাকে। কিন্তু থ্যালাসীমিয়া রোগীদের লোহিত কনিকা অনেক আগেই মরে যায় । থ্যালাসীমিয়া রোগীর শরীর সাধারনত রক্ত কনিকা উপযুক্ত পরিমান তৈরী করতে অক্ষম। ফলে আক্রান্তদের শরীরে মারাত্মক রক্ত শূন্যতা দেখা দেয়। ইহাই থ্যালাসীমিয়া রোগ।